মাদারীপুরে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে শিবচর উপজেলার বন্দরখোলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা যাত্রীবাহী বাস বন্দরখোলায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে ৫০ জন যাত্রী।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের নিচে আটকে পড়া আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
হাইওয়ে থানার ওসি মো. মাসুদ জানান, ভাঙ্গা থেকে আসা যাত্রীবাহী বাসটি কাঁঠালবাড়ী ঘাটের দিকে যাচ্ছিল। সংঘর্ষে হয়। এতে কমপক্ষে ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসএস